খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ’র আস্তানার সন্ধান, আটক ৭
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা খাগড়াছড়িতে অপহৃত পাঁচ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালিয়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে নিরাপত্তা বাহিনী। আজ সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ইউপিডিএফ প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমার একটি তালাবদ্ধ ঘরে তল্লাশি চালানো হয়। স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে বিপুল পরিমাণ চাঁদার রশিদ, ল্যাপটপ, মোবাইল ফোন, সামরিক পোশাক, প্রশিক্ষণ সামগ্রী ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ৭ জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।
এখনও অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে।

অভিযানের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। তিনি বলেন, অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে।
এ প্রসঙ্গে নিরাপত্তা বাহিনীর অভিযানে নেতৃত্ব দেওয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রতিটি সম্ভাব্য এলাকা তল্লাশি করা হবে।
এর আগে ১৬ এপ্রিল, বৈসাবি উৎসব শেষে খাগড়াছি শহর থেকে চট্টগ্রাম ফেরার পথে পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়। শুরু থেকেই এ ঘটনার জন্য ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-কে দায়ী করে আসছে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। সংগঠনের সভাপতি নিপন ত্রিপুরা এ ঘটনায় সরাসরি ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।