খাগড়াছড়তে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণকারবারি পাড়া এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এর গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সন্ত্রাসী সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ (২১ এপ্রিল) ভোরবেলা সেনাবাহিনী এই বিশেষ অভিযান পরিচালনা করে, যা ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অপহৃত পাঁচজন শিক্ষার্থীকে উদ্ধারের লক্ষ্যে ছিল।
সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়, যেখানে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পূর্বে বেশ কিছু মূল্যবান সরঞ্জাম ফেলে রেখে যায়। তল্লাশি চালিয়ে সেনাবাহিনী সেখান থেকে ৩ জোড়া সন্ত্রাসী পোশাক ও ১৯টি ইউনিফর্ম প্যান্ট, পিস্তলের গুলি, ১টি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, ১টি ওয়াকি-টকি সেট, ১টি মাইক্রোফোন, ১টি ক্যামেরা, ১টি প্রিন্টার, সেলাই মেশিন, তাবু, নেট, জিম্মি ধরে রাখার লোহার চেইন, ক্যাপ, খাবারের তৈজসপত্র ও কাঁচামাল, প্রোপাগান্ডা সামগ্রী, সন্ত্রাসীদের চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে।
এই অভিযানটি চলাকালে সেনাবাহিনী স্থানীয় জনগণের সহযোগিতা পেয়ে গোপন আস্তানার তালা ভেঙে তল্লাশি শুরু করে। পূর্ণকারবারি পাড়ার কারবারি জানায়, এটি ইউপিডিএফ (প্রসীত) এর সমন্বয়ক অংগ্যা মারমার একটি অস্থায়ী গোপন আস্তানা ছিল, যা সাধারণ ঘরের মতো দেখতে হলেও এতে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছিল। তবে, অপহৃত কোনো শিক্ষার্থী উদ্ধার হয়নি।
এ বিষয়ে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, “অপহৃতদের উদ্ধারে আমাদের অভিযান চলবে এবং প্রয়োজনে আরও তল্লাশি পরিচালিত হবে। আমরা প্রতিটি এলাকায় তল্লাশী করে দেখব এবং সন্ত্রাসীদের আটক করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখযোগ্য যে, গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসী সংগঠন কর্তৃক অপহৃত হন, যদিও ইউপিডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সেনাবাহিনীর পক্ষ হতে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাবে এবং দেশবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।