ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল মাদক চোরাকারবারী

নিউজ ডেস্ক
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকা থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে ৩৪ বিজিবি পরিচালিত এক বিশেষ অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি বিশেষ টিম ঘুমধুম বিওপি’র অধীনস্থ জামালের ঘের এলাকায় ওঁত পেতে অবস্থান নেয়। দুপুরে এক ব্যক্তি কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। তবে বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান ঢুকতে পারে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি এই অভিযান পরিচালনা করে। তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক, চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে আমরা সর্বোচ্চ প্রস্তুত।”
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।