সুরমা নদীতে অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করল বিজিবি

সুরমা নদীতে অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করল বিজিবি

সুরমা নদীতে অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী ও বিস্কুট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সীমান্তবর্তী চলতিনদী পার হয়ে সুরমা নদী দিয়ে চোরাচালানের পণ্য নিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার আসছে। খবর পেয়ে বিজিবি ও টাস্কফোর্সের সদস্যরা নদীতে বিভিন্ন নৌযানে তল্লাশি করেন। একপর্যায়ে একটি যাত্রীবাহী ছোট ট্রলারের পাটাতনের নিচে লুকিয়ে রাখা ভারতীয় কেশ তেল, সাবান, ফেসওয়াশ ক্রিম, বিস্কুট, রঙ ফর্সা করার ক্রিমসহ বিভিন্ন প্রসাধন সামগ্রী জব্দ করে। আটক পণ্যের বাজার দর ৪০ লাখ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, চোরাচালান প্রতিরোধের সীমান্তের পাশাপাশি সড়ক ও নৌপথে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করছেন। আগামী ঈদকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ করতে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।