রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২
![]()
নিউজ ডেস্ক
সরকারকে শুল্ক না দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্ত হয়ে পার্বত্য রাঙামাটিতে আসছে বিদেশি সিগারেটের বড় বড় চালান। এপর্যন্ত বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে কয়েক কোটি টাকা মূল্যের শুল্কবিহীন অবৈধভাবে আনা বিদেশি সিগারেট আটক করেছে। সম্প্রতি রাঙামাটিতে অবৈধ সিগারেট মজুদ করে সেগুলো পাচারের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পায় কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় পার্বত্য রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে একটি বসতঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। এসময় উক্ত সিগারেট রাখার দায়ে মোজাম্মেল হোসেন রাজু নামের একজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
এদিকে রাঙামাটি কোতয়ালী থানার অফিসান ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন রাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আমরা বৃহস্পতিবার রাতে সুমিত্র নামের এক সিগারেট ব্যবসায়ীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করলে রিজার্ভ বাজারের রাজুর তথ্য পাই। সুমিত্র পুলিশকে জানায়, রাজুর বাসায় অবৈধ সিগারেট মজুদ রয়েছে।
এমন তথ্য পাওয়ার পরপরই সুমিত্রকে সাথে নিয়ে আমরা রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসিন কলোনীতে রাজুর নিজ বাসায় অভিযান পরিচালনা করি। এসময় রাজুর উপস্থিতিতেই তার বসতঘর তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ টাকার বিদেশি সিগারেট পাওয়া যায়। স্থানীয়দের উপস্থিতিতে এসকল বস্তাভর্তি সিগারেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এসময় রাজুকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত সুমিত্র ও মোজাম্মেল হোসেন রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।