কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান, কৌশলগত সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ
 
                 
নিউজ ডেস্ক
কাতার সফর শেষে আজ সোমবার (৫ মে) দেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সফর কেবল সৌজন্যমূলক নয়, বরং এটি ছিল দ্বিপাক্ষিক সামরিক ও কৌশলগত সহযোগিতা বৃদ্ধির এক সফল উদ্যোগ।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।
এসব বৈঠকে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা শিল্প, এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, গত ৩ মে তিনি কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ আল থানি-এর সঙ্গে বৈঠক করেন।
সেখানে দুই দেশের ক্রীড়া খাতের সহযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম, এবং বাংলাদেশে সম্ভাব্য ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণ নিয়ে আলোচনা হয়, যা ভবিষ্যতে ক্রীড়া ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এছাড়া কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ আল মানাই-এর সঙ্গে বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার পারস্পরিক সম্পর্ক জোরদার, যৌথ প্রশিক্ষণ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা হয়।

জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রতিরক্ষা কূটনীতির এই বহুমাত্রিক সফর সেনাপ্রধানের দক্ষ নেতৃত্ব ও দূরদর্শিতার প্রতিফলন।
তাঁর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের সীমান্তেই নয়, বরং আন্তর্জাতিক পরিসরেও এক শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন অবস্থানে পৌঁছাচ্ছে। কাতার সফর সেই ধারা আরও সুদৃঢ় করল।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
