তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার বিষয়ে বিএনএসিডব্লিউসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার বিষয়ে বিএনএসিডব্লিউসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার বিষয়ে বিএনএসিডব্লিউসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর উদ্যোগে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানীকারক, ব্যবহারকারী ও ক্রেতা-বিক্রেতাগণের সাথে একটি মতবিনিময় সভা আজ সোমবার (৫ মে ২০২৫) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং সংশ্লিষ্ট খাতের আমদানীকারক, ব্যবহারকারী ও ব্যবসায়ীসহ মোট ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কমডোর মোহাম্মদ মহব্বত আলী, মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর এবং মেম্বার সেক্রেটারি, বিএনএসিডব্লিউসি।

সভায় কমডোর মহব্বত আলী তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের নিরাপদ আমদানি, যথাযথ ব্যবহার এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাসায়নিক দ্রব্যের সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রিত লেনদেন নিশ্চিত করা রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার বিষয়ে বিএনএসিডব্লিউসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় অংশগ্রহণকারীদেরকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী রাসায়নিক দ্রব্য আমদানি ও বিক্রয়ের নিয়মনীতি সম্পর্কে অবহিত করা হয় এবং এসব আইন যথাযথভাবে প্রতিপালনের ওপর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মন্ত্রণালয় প্রতিনিধিগণ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন জটিলতা ও চ্যালেঞ্জ নিরসনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত সভা ছিল বিএনএসিডব্লিউসি কর্তৃক তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির নিয়মিত উদ্যোগের অংশ। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং রাসায়নিক নিরাপত্তা ও আইন প্রতিপালনে বিএনএসিডব্লিউসি-এর প্রচেষ্টার প্রশংসা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।