বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক কমান্ড সেফটি সেমিনার-২০২৫ সোমবার (৫ মে) ঢাকার তেজগাঁওস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে ২০২৪ সালের উড্ডয়ন কার্যক্রম ও উড্ডয়ন-সংশ্লিষ্ট ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি ফ্লাইট সেফটি ট্রফি প্রদান করেন এবং বক্তব্যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি বিমান বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও কঠোর পরিশ্রমের প্রশংসা করে বলেন, “২০২৪ সালে বিমান বাহিনী ২৩,০২৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্পন্ন করেছে, যা বাহিনীর সাফল্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতিফলন।”
বিমান বাহিনী প্রধান সেমিনারের মূল উদ্দেশ্যকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেন এবং জানান, এই ধরনের আয়োজন সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম যা উড্ডয়ন নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করে। তিনি সকল এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলার এবং সংশ্লিষ্টদের প্রতি নিবিড় তত্ত্বাবধান ও অতীত অভিজ্ঞতার যথাযথ প্রয়োগের আহ্বান জানান। তিনি পুনর্ব্যক্ত করেন, “বাংলাদেশ বিমান বাহিনী যেকোনো সময় দেশের আকাশসীমা রক্ষায় প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।”
সেমিনারে জানানো হয়, ২০২৪ সালে বিমান বাহিনী জাতিসংঘ মিশন রোটেশন ফ্লাইট, যুক্তরাজ্য ও চেক প্রজাতন্ত্রে ফেরি ফ্লাইট, র্যাপেলিং ও ফাস্ট রোপিং, প্যারা ট্রুপিং, সেনা ও নৌবাহিনীর জন্য মেডিকেল ইভাকুয়েশন, ভিভিআইপি ফ্লাইট, পুনরুদ্ধার মিশন এবং ফেনীর বন্যাদুর্গতদের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার-কে “আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি” এবং ৫ নম্বর বহর-কে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘন্টার জন্য “আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি” প্রদান করা হয়। এছাড়া, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর বিমান প্রকৌশল বহর-কে “বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি” দেওয়া হয়।
অনুষ্ঠানে বিমান সদরসহ বিভিন্ন ঘাঁটির মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানসেনাগণ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।