নাগা চুক্তিকে কেন্দ্র করে অশান্ত মনিপুর ও নাগাল্যান্ড
![]()
নিউজ ডেস্ক
নাগা চুক্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মনিপুর, নাগাল্যান্ড ও আসাম। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শুক্রবারও বন্ধ ছিল স্কুল, কলেজ সহ সমস্ত সরকারি ও বেসরকারি অফিস। মোদী-শাহ’র কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আপ্দোলনকারীরা। এই আন্দোলনের নেতৃত্ব রয়েছে ছাত্র-যুব ও মহিলা সংগঠন নিয়ে গঠিত কোঅর্ডিনেশন কমিটি অফ মনিপুর ইন্ট্রিগ্রিটি, সংক্ষেপে কোকোমি।
বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতারণার ডাক দিয়েছে কোকোমি।
সংগঠনের আহ্বায়ক সুনীল কোরাম জানিয়েছেন, মোদী সরকার মনিপুরবাসীর সঙ্গে প্রতারণা করেছে। নাগা শান্তি চুক্তির নামে মনিপুরের অর্ধেক অংশ নাগালিমের হাতে তুলে দিচ্ছে। এটা মোদী-শাহ’র গোপন এজেন্ডা। তিনি দাবি করেছেন, মনিপুরকে দুটুকরো করার পথে হাঁটছে মোদী-শাহ। প্রয়োজনে রক্ত দিয়ে বিজেপির ষড়যন্ত্র রুখবে কোকোমি। এমনটাই জানিয়েছেন কোরাম। কোকোমির আন্দোলন প্রতিহত করতে পনেরো কোম্পানি সেনা ও আধাসেনা মোতায়েন করেছে কেন্দ্র। ইম্ফল সহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।