বাবুছড়ায় আইনশৃঙ্খলা ও মাদক প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নে আইনশৃঙ্খলা, সামাজিক ঐক্যতা, সীমান্ত অপরাধ, পুশ ইন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা করেছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।
৮ মে (বৃহস্পতিবার) দুপুরে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগণ বিকাশ চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের (৭ বিজিবি) সহকারী পরিচালক মো. হুমায়ুন করিম।
সভায় প্রধান অতিথি বলেন, “সামাজিক ঐক্য বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত অপরাধ, পুশইন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। এ বিষয়ে বিজিবি নিয়মিত কাজ করে যাচ্ছে, তবে জনগণের সহযোগিতা ছাড়া সফলতা সম্ভব নয়।”
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানান।
এই সভার মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পার্বত্য এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির ভূমিকা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।