খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির লোগাং জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির লোগাং জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির লোগাং জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় বিজিবির লোগাং জোনের (৩ বিজিবি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) সকালে পানছড়ি ব্যাটালিয়ন সদরে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া।

সভায় জোন অধিনায়ক সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, নারী ও শিশু পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত থাকতে স্থানীয় জনসাধারণকে আহ্বান জানান। একইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং বিজিবিকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে এবং টহল জোরদার রয়েছে, যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

সভায় আরও উপস্থিত ছিলেন ৩ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাঈমুল মুশফিক নাঈম, সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, জামায়াতে ইসলামীর আমীর মো. জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মো. নুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিলসহ বিভিন্ন এলাকার কার্বারি ও জনপ্রতিনিধিরা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের মতবিনিময় সভা অব্যাহত থাকবে, যাতে সীমান্ত এলাকার নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।