ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভারেন্টির

নিউজ ডেস্ক
ভারতীয় গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আসন্ন বৈঠকের প্রতিবাদে গত ১১ মে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। সংগঠনটি জানিয়েছে, এই বৈঠক দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং তারা তা শক্ত হাতে প্রতিহত করবে।
গত ১১ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটি ১৫ই মে কমিশনের ইউপিডিএফ-এর সাথে নির্ধারিত বৈঠকটি বাতিল করার আহ্বান জানায়। সংগঠনটির অভিযোগ, ইউপিডিএফ একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন, যাদের কার্যক্রম পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি।
সংগঠনের গণমাধ্যম শাখার পক্ষ থেকে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “কমিশনের পক্ষ থেকে এখনও বৈঠক বাতিল না করায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের স্বার্থে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের উদ্যোগ মেনে নেওয়া হবে না।”
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “যদি বৈঠক বাতিল না করা হয়, তবে শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।”
উল্লেখ্য, ইউপিডিএফ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে অস্ত্রধারী কার্যক্রম চালিয়ে আসছে এবং নানা সময় হত্যাকাণ্ড, অপহরণ ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বিবৃতিটি পাঠিয়েছেন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’-এর গণমাধ্যম সেলের বার্তাপ্রেরক ইমাদ হাসান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।