ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের আসন্ন বৈঠক বাতিলের দাবিতে পিসিসিপি’র হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আসন্ন বৈঠক বাতিলের দাবিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। আজ ১৪ মে বুধবার সন্ধ্যায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে জানান, বৈঠক বাতিল না হলে বৃহস্পতিবার থেকে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জমির উদ্দিন কর্তৃক গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলা হয়, “ইউপিডিএফ-এর মতো পাহাড়ের স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি। এই বৈঠক শান্তিপ্রিয় পার্বত্যবাসী শক্ত হাতে প্রতিহত করবে।”
উল্লেখ্য, ইউপিডিএফ-এর সঙ্গে কমিশনের বৈঠকের প্রতিবাদে ইতোমধ্যেই পিসিসিপি নানা কর্মসূচি পালন করেছে। গত ১১ মে বান্দরবানে সংবাদ সম্মেলন, ১২ মে রাঙামাটিতে মহাসমাবেশ এবং খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে সংগঠনের নেতারা আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিলের দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, “যদি কমিশন পার্বত্য জনতার প্রতিবাদের কথা কর্ণপাত না করে ইউপিডিএফ-এর সাথে বৈঠক বহাল রাখে, তাহলে পার্বত্য চট্টগ্রাম অচল করে দেওয়া হবে। কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সম্পূর্ণভাবে ঐকমত্য কমিশনকেই নিতে হবে।”
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ইউপিডিএফ একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই ধরনের সংগঠনের সঙ্গে কোনো ধরনের বৈঠক রাষ্ট্রের নীতি ও নিরাপত্তার পরিপন্থী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।