বাঘাইছড়িতে ভারতীয় অবৈধ সিগারেটের বড় চালান জব্দ করলো বিজিবি

বাঘাইছড়িতে ভারতীয় অবৈধ সিগারেটের বড় চালান জব্দ করলো বিজিবি

বাঘাইছড়িতে ভারতীয় অবৈধ সিগারেটের বড় চালান জব্দ করলো বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার চরুয়াখালী সীমান্ত এলাকা থেকে ভারত থেকে আনা শুল্কবিহীন ১,৯৮০ প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসব সিগারেট জব্দ করা হয়।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হাসানের নির্দেশনায় বিজিবির টহল দল পূর্ব চরুয়াখালী এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ORIS BROWN NANO ব্র্যান্ডের ৫০০ প্যাকেট ও PATRON ব্র্যান্ডের ১,৪৮০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। এসব সিগারেটের বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯৬ হাজার টাকা।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা কোনো পণ্য দেশের বাজারে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

উদ্ধারকৃত অবৈধ সিগারেটগুলো চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।