ঢাকায় নাশকতার ছক বানচাল, বরখাস্ত সৈনিক নাইমুল গ্রেফতার

নিউজ ডেস্ক
রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে বরখাস্ত সৈনিক মোঃ নাইমুল ইসলামকে আজ (শনিবার) খিলক্ষেতের বটতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ১৮ মে সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ কর্মসূচির নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ছক কষছিলেন বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানায়, বরখাস্তের পর নাইমুল ইসলাম কয়েকজন চাকরিচ্যূত ও অব্যাহতি পাওয়া সাবেক সেনা সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। একইসাথে তিনি সরকারের বিরুদ্ধে জনমত উসকে দেওয়ার উদ্দেশ্যে সামরিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা ভাঙার নানা প্রচেষ্টা চালাচ্ছিলেন।
আজ আনুমানিক দুপুর ২টার দিকে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, নাইমুল তার কয়েকজন সহযোগীকে নিয়ে প্রতিনিধি দলের একজন সদস্যের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। পরে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, নাইমুল ইসলাম ব্যক্তিগত জীবনেও অসদাচরণে লিপ্ত ছিলেন। স্ত্রীর নিকট যৌতুক দাবি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগসহ বিভিন্ন সামরিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, রাষ্ট্রবিরোধী ও শৃঙ্খলাবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।