নাটোরে সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী শিব মন্দির
 
                 
নিউজ ডেস্ক
নাটোর শহরের কাপুড়িয়া পট্টিতে অবস্থিত শতবর্ষী শিব মন্দিরটি ভাঙচুর ও জবরদখল থেকে রক্ষা করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার বিকেলে নাটোর সেনা ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মন্দির রক্ষায় কার্যকর পদক্ষেপ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া পট্টি ও কানাইখালী সংযোগ সড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী শিব মন্দিরটি জমিদার বিশ্বনাথ চন্দ্রনাথ প্রতিষ্ঠিত। এই মন্দিরে দীর্ঘদিন ধরে পূজা-অর্চনা করে আসছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। কিন্তু সম্প্রতি কানাইখালীর বাসিন্দা গাউছিয়া রেস্তোরার মালিক এনায়েত তালুকদার গোলাপের পুত্র মন্দির ভাঙার চেষ্টা চালান এবং সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করলে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধ তৎপরতা বন্ধ করে দেন এবং মন্দির ও সংশ্লিষ্ট স্থাপনা রক্ষা করেন। এ সময় মন্দিরসংলগ্ন পুরোহিত পরিবারের বসতভিটাও রক্ষা করা হয়, যেখানে প্রায় অর্ধশত বছর ধরে বসবাস করছেন পুরোহিত সিধূ চক্রবর্তী ও তার পরিবার।

স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং ভুক্তভোগী পরিবার সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ না এলে মন্দির ও ধর্মীয় শান্তি বিঘ্নিত হতো।
ঐতিহাসিক তথ্য অনুসারে, ১৭৯৭ সালে রানী ভবানীর দত্তক পুত্র রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর নাটোরের জমিদারির ভাগ হয় তার দুই পুত্র বিশ্বনাথ ও শিবনাথের মধ্যে। বিশ্বনাথ চন্দ্রনাথ জমিদার প্রতিষ্ঠিত মন্দিরটি ১৯৫০ সালের জমিদারি বিলুপ্তি পর্যন্ত তাদের অধীনেই ছিল। মন্দিরের শিবলিঙ্গটি ১৯৯৬ সালে একবার চুরি হলেও পরে মন্ডপ পুনরায় সংস্কার করা হয়।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এই পদক্ষেপকে এলাকার সচেতন মহল প্রশংসার চোখে দেখছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
