সুন্দরবনে বিজিবির তৃতীয় ভাসমান বিওপি ‘বয়েসিং’ উদ্বোধন

নিউজ ডেস্ক
সুন্দরবনের নিরাপত্তা ও সীমান্ত নজরদারির নতুন অধ্যায় সূচিত হলো। শনিবার (১৭ মে) সুন্দরবন সংলগ্ন রায়মঙ্গল নদী ও বয়েসিং চ্যানেলের সংযোগস্থলে ‘বয়েসিং ভাসমান বিওপি’ (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
বিজিবির এই তৃতীয় ভাসমান বিওপি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভাসমান বিওপি একটি পূর্ণাঙ্গ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জলপথে নজরদারি ও টহলে এটি নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে সুন্দরবনের নদীবেষ্টিত এলাকায় যেখানে স্থলপথে টহল কঠিন, সেখানে এই বিওপি তাৎক্ষণিকভাবে চোরাচালান, বনজ সম্পদ লুণ্ঠন, মানবপাচার ও সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে।”
বিজিবি মহাপরিচালক জানান, সুন্দরবনের বয়েসিং এলাকায় নতুন ভাসমান বিওপিটি চালুর মাধ্যমে সীমান্ত সুরক্ষা আরও জোরদার হলো। এর আগে কাচিকাটা ও আঠারোভেকিতে দুটি ভাসমান বিওপি স্থাপন করা হয়েছিল। ভবিষ্যতে একটি ‘রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন’ গঠন করে জলভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।
সাম্প্রতিক পুশইন ইস্যুতে বিজিবি প্রধান বলেন, “সিলেট, কুড়িগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে পুশইন এখনো অব্যাহত আছে। বিজিবি নিয়মিতভাবে এ বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবাদলিপি ও কূটনৈতিক চিঠিও পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণ, আনসার এবং পুলিশের সহযোগিতায় নিয়মিত যৌথ অভিযান ও টহল পরিচালনা করা হচ্ছে।
বিজিবির এই ভাসমান বিওপি কার্যক্রম দেশের জলভিত্তিক সীমান্ত রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সুন্দরবনের সংরক্ষণ ও সীমান্ত নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।