আর্মি গল্ফ ক্লাবে ‘ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট – ২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার ঢাকার আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চার দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট ৮৫৮ জন গল্ফার অংশগ্রহণ করেন, যা এবারের আয়োজনে উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে বিবেচিত। টুর্নামেন্টে মেজর মোঃ গিয়াস উদ্দিন আহমেদ (অবঃ) ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়া অন্যান্য বিজয়ীদের মধ্যে ছিলেন— ভ্যাটারান উইনার: ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ), সিনিয়র উইনার: লেফটেন্যান্ট কর্নেল মোঃ জসিম উদ্দিন সরকার (অবঃ), লেডি উইনার: সালমা জেসমিন সিদ্দিকী, জুনিয়র উইনার: মাস্টার খান ফারহান আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রেসিডেন্ট, আর্মি গল্ফ ক্লাব; ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ; আর্মি গল্ফ ক্লাবের প্রধান নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী (অবঃ); টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ; গল্ফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম; সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম; পরিচালক (অপারেশনস অ্যান্ড স্পোর্টস) লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মনজুর সিদ্দিকী (অবঃ); এবং আর্মি গল্ফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, এই টুর্নামেন্টটি ১৪ মে বুধবার থেকে শুরু হয়ে ১৭ মে শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।