পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক প্রচারণা

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক প্রচারণা

পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক প্রচারণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ৩৬ জুলাইয়ের কথিত অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে একের পর এক অপপ্রচার ও উসকানিমূলক বিশ্লেষণ প্রকাশ পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল India.com সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ‘বেলুচিস্তান’ বলে আখ্যায়িত করেছে।

প্রতিবেদনটির শিরোনাম “Balochistan to Chittagong… Pakistan and Bangladesh on verge of breaking up again, if…”, যদিও এতে সরাসরি চট্টগ্রামের কথা বলা হলেও পুরো লেখাটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে এতে মূলত পার্বত্য চট্টগ্রামকেই ইঙ্গিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য চট্টগ্রামে যে কণ্ঠস্বর উঠে আসছে, তা এখন ঢাকার ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। পাকিস্তানে বেলুচিস্তানের উত্থানের মতোই, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সংগ্রামের আওয়াজ বাড়ছে।”

প্রতিবেদনটি আরও দাবি করে, পার্বত্য চট্টগ্রাম সরকারের অবহেলাজনিত কারণে “বিদ্রোহী অঞ্চলে” পরিণত হচ্ছে। লেখিকা নিবেদিতা দাস এর মাধ্যমে একপ্রকার তুলনা টানার চেষ্টা করেছেন পাকিস্তানের বেলুচিস্তান বিদ্রোহ ও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতির মধ্যে।

প্রতিবেদনে বলা হয়, “চাকমা, মারমা এবং জুম্ম সম্প্রদায়ের স্বায়ত্তশাসনের দাবি দমন করা হয়েছে, তাদের সংস্কৃতি, ভাষা ও পরিচয় মুছে ফেলার চেষ্টা হয়েছে। বেলুচদের মতো এখানেও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে।”

এই প্রতিবেদনে অতীত টেনে এনে বলা হয়, “১৯৭১ সালে ভারতের সমর্থনে যেভাবে পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, তেমন কিছু আবারও ঘটতে পারে— এবার বেলুচিস্তানের ক্ষেত্রে। একই সঙ্গে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহীদের প্রতিও ভারতের সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে প্রতিবেদক।”

বিশ্লেষকদের মতে, ভারতীয় গণমাধ্যমে এমন উসকানিমূলক, মনগড়া ও পরিকল্পিত প্রচার কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করতেই নয়, বরং পার্বত্য অঞ্চলে বিদ্যমান চরমপন্থী গোষ্ঠীগুলিকে উস্কে দেওয়ার কৌশল হতে পারে।

সংশ্লিষ্ট মহলের ভাষ্য, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল একটি অঞ্চল, যেখানে রাষ্ট্র একাধিক উন্নয়ন প্রকল্প, সংলাপ ও প্রশাসনিক কাঠামোর মাধ্যমে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের তুলনা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত বলেই মনে করছেন অনেকেই।

বিশ্লেষকরা বলছেন, ভারতীয় গণমাধ্যমের এমন প্রচারণা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী, যা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে পরোক্ষ হস্তক্ষেপের শামিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।