‘রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি প্রশংসিত’

নিউজ ডেস্ক
আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস (ওপিসিডব্লিউ) বাংলাদেশের রাসায়নিক শিল্পখাতে রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) বাস্তবায়নে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে। সম্প্রতি সংস্থাটির দুই সদস্যের একটি পরিদর্শক দল বাংলাদেশে নিযুক্ত হয়ে সিডব্লিউসি স্বাক্ষরকারী দেশের নিয়ম অনুযায়ী নিবন্ধিত দুটি রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে।
ওপিসিডব্লিউ-এর এই দলটি ১১ মে ২০২৫ তারিখ থেকে বার্জার পেইন্টস লিমিটেড, সাভার এবং রাইমার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভালুকা, ময়মনসিংহ – এই দুই প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করে। তাদের মূল লক্ষ্য ছিল তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন এবং Distinct Organic Chemicals (DOCs) সংক্রান্ত তথ্য যাচাই ও নিরীক্ষা।
এই পরিদর্শন কার্যক্রমের সফল বাস্তবায়নে সহায়তা করে বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (BN-CWC)। সংস্থাটি সশস্ত্র বাহিনী বিভাগের সরাসরি তত্ত্বাবধানে কাজ করে এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক নিয়মনীতি বাস্তবায়নে সমন্বয় করে থাকে।
পরিদর্শন শেষে ওপিসিডব্লিউ-এর প্রতিনিধি দল সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও বিএন-সিডব্লিউসি এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশের পক্ষ থেকে কনভেনশন বাস্তবায়নের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ এবং সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধি দলটি ১৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশ সরকার এবং সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি ও নীতিমালার প্রতি এ ধরনের প্রতিশ্রুতি বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের দায়িত্বশীল অবস্থানকে তুলে ধরে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।