রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাজধানীর মাটিকাটা এলাকায় একটি সুনির্দিষ্ট সন্ত্রাসবিরোধী অভিযানে ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর ভাষানটেক সেনা ক্যাম্পের অধীনস্থ ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড।

সোমবার দিবাগত রাত ২টা থেকে শুরু হওয়া এই অভিযানে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং আরও বেশ কিছু অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্যাংটির কার্যক্রম দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আজ ভোর সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী অভিযানে নামে।

অভিযানের সময় গ্রেফতার এড়াতে গ্যাং সদস্যরা সেনাবাহিনীর টহল দলের ওপর হামলার চেষ্টা করলে, সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পালাতে ব্যর্থ হয় এবং ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান: অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসী গ্রেফতার

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে গ্যাংটির তৎপরতার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।