পার্বত্য চট্টগ্রামে ভারতীয় অস্ত্র যোগানের নতুন প্রমাণ মিলল বিএসএফের অভিযানে

পার্বত্য চট্টগ্রামে ভারতীয় অস্ত্র যোগানের নতুন প্রমাণ মিলল বিএসএফের অভিযানে

পার্বত্য চট্টগ্রামে ভারতীয় অস্ত্র যোগানের নতুন প্রমাণ মিলল বিএসএফের অভিযানে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অস্ত্র জোগান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও সন্দেহের পর এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অভিযানে মিলল নতুন প্রমাণ। মিজোরামের লংতলাই জেলার সীমান্তবর্তী এলাকায় গত ১৮ মে ৯২ নম্বর ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিএসএফ, যা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাচারের প্রস্তুতি চলছিল বলে ধারণা করা হচ্ছে।

বিএসএফ জানিয়েছে, উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে ৭.৬২ মিমি একে রাইফেলের ১০০ রাউন্ড গুলি এবং ৫.৫৬ মিমি সিটিএন রাইফেলের ১২০ রাউন্ড গুলি। এই গোলাবারুদগুলো সীমান্তের কাছাকাছি একটি বসতবাড়িতে মজুত করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এই অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বিএসএফ। জব্দকৃত গোলাবারুদ নিরাপত্তা ব্যবস্থায় সংরক্ষণে রাখা হয়েছে এবং ঘটনার পেছনের চক্র খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ, জেএসএসসহ বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে প্রতিযোগিতা ও বিভাজনের ফলে অস্ত্রের চাহিদা বেড়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সীমান্তবর্তী কিছু দুর্বল অংশকে অস্ত্র পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা দুই দেশের জন্যই উদ্বেগজনক নিরাপত্তা হুমকি তৈরি করছে।

এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীগোষ্ঠীর সাথে জড়িত নেতাকর্মীদের অস্ত্রসহ গ্রেফতারের ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক এই ঘটনায় গোলাবারুদ মজুদের ধরন ও পরিমাণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে।

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এই ধরনের সীমান্তবর্তী অস্ত্র চোরাচালান কার্যক্রম একটি বড় অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।