কাশ্মীরে ‘তীব্র বন্দুকযুদ্ধে’ এক ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলির সময় ওই সেনা সদস্য ‘গুরুতর আহত হন’ এবং ‘সর্বোচ্চ চিকিৎসা প্রয়াস সত্ত্বেও’ তার মৃত্যু হয়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে বিভক্ত রয়েছে।
কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর থেকে প্রায় ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কিস্তওয়ার জেলায় এই সংঘর্ষ চলছে। গত ২২ এপ্রিল কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার এক মাস পর নতুন করে এই সহিংসতা ছড়িয়ে পড়ে, যা ভারত-পাকিস্তানের সম্পর্ককে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেয়।
তবে পাকিস্তান নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করে। পরে হামলার জবাবে ৭ মে ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়, যার ফলে টানা চার দিন ড্রোন, ক্ষেপণাস্ত্র, বিমান ও আর্টিলারি দিয়ে দুই দেশের লড়াই চলে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।