বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের বার্ষিক সভা ২১ ও ২২ মে ২০২৫ তারিখে রাজধানীর ঢাকা সেনানিবাসে অবস্থিত আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

দুইদিনব্যাপী এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

সভায় লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুধু শিক্ষার মানেই নয়, চরিত্র গঠনে, শৃঙ্খলা চর্চায় ও নেতৃত্ব তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের লক্ষ্য হলো এসব প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী ও কার্যকর করে গড়ে তোলা।”

সভায় সেনাবাহিনী পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক ও ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের সার্বিক প্রশাসনিক, নীতিনির্ধারণী এবং একাডেমিক কার্যক্রম পর্যালোচনা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় যা ভবিষ্যতে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও দক্ষ ব্যবস্থাপনায় পরিচালনার পথ সুগম করবে।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কেন্দ্রীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য সাফল্য ও অবদানের জন্য সংশ্লিষ্ট অধ্যক্ষ ও প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর; মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মানোন্নয়ন ও ভবিষ্যৎ দিকনির্দেশনায় এই সভা একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সেনাবাহিনীর নেতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।