সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেফতার ২৫৮, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেফতার ২৫৮, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেফতার ২৫৮, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে ১৫ মে থেকে ২১ মে ২০২৫ পর্যন্ত এক সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে মোট ২৫৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের নানা প্রান্তে এ সকল অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি, অবৈধ অস্ত্রধারী, তালিকাভুক্ত সন্ত্রাসী, চোরাকারবারী, কিশোর গ্যাং সদস্য, অবৈধ মাটি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।

অভিযানে আটককৃতদের নিকট হতে ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০৫ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, সন্ত্রাসে ব্যবহৃত দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশে যৌথ বাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেফতার ২৫৮, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার

এছাড়া, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলসমূহে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা জানমাল রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এমন কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে। জনগণের সহযোগিতা ও আস্থাই এই অভিযানগুলোর সফলতার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।