কামরাঙ্গীরচরে সেনাবাহিনীর সফল অভিযান: কিশোর গ্যাং-এর ৬ সদস্য গ্রেফতার
![]()
নিউজ ডেস্ক
রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামুরা ঘাট এলাকায় আজ ভোররাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাং-এর ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর কামরাঙ্গীরচর সেনা ক্যাম্প থেকে অভিযানের নেতৃত্ব প্রদান করা হয়। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হয় এই অভিযান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোরদের বয়স ১৫ থেকে ১৮ বছরের মধ্যে। তারা দীর্ঘদিন ধরেই এলাকায় কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত এবং মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাই ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রসহ চলাফেরা করছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশীয় তৈরি রামদা, চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে এলাকায় উত্তেজনা থাকলেও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ব্যবস্থাপনায় তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাং সন্ত্রাসে ভীত অবস্থায় ছিলেন। সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলেন, “এই ধরনের অভিযান নিয়মিত হলে এলাকায় শান্তি ফিরে আসবে।”
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সবসময় বদ্ধপরিকর। গোপন তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি তারা সাধারণ জনগণকে অনুরোধ করেছে, যদি কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা চোখে পড়ে, তাহলে যেন নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।