নতুন গুজব ‘সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিমানবন্দর

নতুন গুজব ‘সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিমানবন্দর

নতুন গুজব ‘সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিমানবন্দর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে—এমন তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ে নতুন এক গুজবের জন্ম দিয়েছে। তবে এই দাবি ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একযোগে ছড়িয়ে পড়ে বিমানবন্দর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে খবর। ছাত্রলীগের সাবেক নেতা গোলাম সরওয়ার কাবীর নিজের ফেসবুক পোস্টে এমন দাবি করেন। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।

তবে এসব তথ্য পুরোপুরি গুজব উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এটা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ।

তিনি আরও বলেন, প্রতিদিনকার মতোই বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হচ্ছে। সেনাবাহিনী নিয়ন্ত্রণ নিচ্ছে—এমন খবরের কোনও সত্যতা নেই। জনগণকে এ ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়ও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোয় নজরদারি বাড়ানোর কথাও জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।