খাগড়াছড়িতে অবৈধ বিদেশি সিগারেটসহ আটক ২

নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ বিদেশি সিগারেটসহ ২ জন আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ।
এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি মাহিন্দ্র গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেমকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। ।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক মো. ফরিদুল আলমের নেতৃত্বে একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে ২টি মাহিন্দ্র গাড়ি থেকে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেমকে আটক করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।