নাটোরে কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করল সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কোরবানির পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার (২৬ মে) বিকেলে সেনাবাহিনীর একটি দল হাটে উপস্থিত হয়ে সরেজমিনে তদারকি চালিয়ে এ অনিয়মের সত্যতা পায়।
তদারকির সময় সেনাবাহিনী দেখতে পায়, হাটে গরু বিক্রেতার কাছ থেকে নির্ধারিত ৬০০ টাকার বদলে ৭৫০ টাকা এবং ক্রেতার কাছ থেকে ১০০ টাকা করে মোট ৮৫০ টাকা আদায় করা হচ্ছে। এই অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেনা সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপে হাট কর্তৃপক্ষ অতিরিক্ত আদায় বন্ধ করে দেয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে লিখিত মুচলেকা দেয়।
সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন হাটে আগত ক্রেতা ও বিক্রেতারা। তারা জানান, প্রতিবছর এই হাটে অতিরিক্ত টাকা আদায় করা হলেও কেউ কোনো ব্যবস্থা নিত না। এবার সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন এবং এ ধরনের সুষ্ঠু ব্যবস্থাপনায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এ ধরনের তদারকি নিয়মিত হলে হাট-বাজারে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি অনেকটাই কমে আসবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।