সিরাজগঞ্জে তামাকজাত পণ্যে স্বাস্থ্য সতর্কবার্তা না থাকায় ডিপো মালিককে জরিমানা

সিরাজগঞ্জে তামাকজাত পণ্যে স্বাস্থ্য সতর্কবার্তা না থাকায় ডিপো মালিককে জরিমানা

সিরাজগঞ্জে তামাকজাত পণ্যে স্বাস্থ্য সতর্কবার্তা না থাকায় ডিপো মালিককে জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে তামাকজাত পণ্যের মোড়ক, কার্টুন ও কৌটাতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী না থাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটি) ডিপোর এক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মে) বিকেল ও বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ বাহিনী সিরাজগঞ্জ পৌর শহরের রামগাঁতী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী সেনাবাহিনীর এক অধিনায়ক বলেন, “সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো দ্রব্য সিরাজগঞ্জের যে কোনো উপজেলা বাজারে বিক্রি হচ্ছে এমন খবর পেলে যৌথ বাহিনী অবশ্যই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।”

ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ঈদের আগ পর্যন্ত নিয়মিতভাবে চলবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে বিএটির ডিপো থেকে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য জব্দ করা হয়েছে, যেগুলোর প্যাকেটে স্বাস্থ্যবিধি অনুসারে সচিত্র সতর্কবাণী ছিল না। Tobacco Control Act লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।