খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে সেনা অভিযানে দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে সেনা অভিযানে দুই চাঁদাবাজ আটক

খাগড়াছড়িতে চাঁদা উত্তোলনকালে সেনা অভিযানে দুই চাঁদাবাজ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে দুইজন চাঁদাবাজকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে) রাতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি আর্মি ক্যাম্প হতে ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি পেট্রোল দল জেলার জালিয়াপাড়া বাজার থেকে সরাসরি চাঁদা উত্তোলন করার সময় দুইজন চাঁদাবাজকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গুইমারা উপজেলার হাফছড়ি ইউপির মো. খলিলুর রহমান (৪৭) ও একই ইউপির মো. আবু সায়েদ (৪৫)।

এ সময় আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের অবৈধ রশিদ জব্দ করা হয়। এবং উপস্থিত এলাকার সাধারণ জনগণ ও ট্রাক চালকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়া যায় এই চাঁদাবাজদের বিরুদ্ধে।

পরবর্তীতে আটককৃতদের গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে পেট্রোল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে। সাধারণ মানুষের এই ভোগান্তি রোধে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।