নানা আয়োজনে বাংলাদেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

নিউজ ডেস্ক
বাংলাদেশে আজ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়েছে।
এই দিনটি বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী দেশগুলোর শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণ এবং সম্মান জানানো হয়।
দিবসটি উপলক্ষ্যে পৃথক পৃথক বাণী প্রদান করেছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।
শান্তিরক্ষী দিবসের মূল কর্মসূচি হিসেবে ২৯ মে বেলা ১১ টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে এবং শান্তিরক্ষা কার্যক্রমকালীন শাহাদাতবরণকারীদের প্রতি এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনা প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী Ms. Gwyn Lewis এবং বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোঃ রুহুল আলম সিদ্দিকী। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সবশেষে মাননীয় অর্থ উপদেষ্টা বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন দেশের শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সাথে ভিটিসির মাধ্যমে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারগণ, জাতিসংঘের কর্মকর্তাগণ, সশস্ত্র বাহিনী প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং গণমাধ্যম ব্যক্তিত্বসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
দিবসের কর্মসূচির শুরু হয় ভোর ৬:১৫ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দর মসজিদ এলাকা এবং অন্যান্য বিভাগীয় শহরে ‘‘শান্তিরক্ষী দৌড়/র্যালী-২০২৫’’ (Peacekeepers Run/Rally-2025) এর মাধ্যমে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। দৌড়ে অংশগ্রহণ করেন জাতিসংঘের কর্মকর্তা, সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থার প্রতিনিধিগণ।
এছাড়া, দিবসটির তাৎপর্য তুলে ধরার জন্য বিশেষ জার্নাল এবং দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে, এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ টক-শো প্রচারিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।