ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পিসিসিপি’র, রাঙামাটিতে শোকসভা অনুষ্ঠিত

ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পিসিসিপি’র, রাঙামাটিতে শোকসভা অনুষ্ঠিত

ভূষণছড়া গণহত্যার বিচার দাবি পিসিসিপি’র, রাঙামাটিতে শোকসভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ভূষণছড়ায় ১৯৮৪ সালের ৩১ মে সংঘটিত বর্বর গণহত্যার বিচারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। পিসিসিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) তৎকালীন সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনী’র হাতে ঐদিন চারশোরও অধিক নিরীহ বাঙালি নির্মমভাবে নিহত হন, যার বিচার আজও হয়নি।

আজ (শুক্রবার) জুমার নামাজের পর জেলা শহরের কাঠালতলী এলাকায় আয়োজিত এক শোকসভায় এই দাবি জানানো হয়। শোকসভায় বক্তারা বলেন, “ভূষণছড়ার গণহত্যা ছিল পার্বত্য ইতিহাসের এক জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ। কিন্তু ৪০ বছর পেরিয়ে গেলেও আজও হত্যাকারীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে গেছে। এ ঘটনায় জড়িত খুনীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন পিসিসিপির জেলা শাখার যুগ্ম সম্পাদক মহিউদ্দিন নুহাশ, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাইল গাজী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

শোকসভা শেষে ১৯৮৪ সালের ভূষণছড়ার গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামে বাঙালি নিধনের সকল ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করে এলাকাটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।