দীঘিনালায় নানা আয়োজনে ৭ বিজিবি’র ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (৭বিজিবি) ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১ জুন) দুপুরে এক আনন্দঘন প্রীতিভোজের আয়োজন করে ৭বিজিবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মোস্তাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ৭বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম রেজাউর রহমানসহ উপজেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস, সীমান্ত নিরাপত্তায় অবদান ও দেশপ্রেম নিয়ে গঠিত চেতনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “৭বিজিবি প্রতিষ্ঠার পর থেকে এ ইউনিট দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলেছে। তাদের আত্মত্যাগ ও নিষ্ঠা আমাদের অনুপ্রেরণা।”
পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং একসঙ্গে প্রীতিভোজে অংশ নেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে প্রাণবন্ততা আসে।
সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থে নিবেদিতপ্রাণ ৭বিজিবি’র এ আয়োজন সীমান্ত অঞ্চলের জনগণের সঙ্গে সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।