সেনা নজরদারিতে পাল্টে গেছে গাবতলীর চিত্র, যাত্রায় স্বস্তি

সেনা নজরদারিতে পাল্টে গেছে গাবতলীর চিত্র, যাত্রায় স্বস্তি

সেনা নজরদারিতে পাল্টে গেছে গাবতলীর চিত্র, যাত্রায় স্বস্তি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন সেনাসদস্যরাও। ফলে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। পাল্টে গেছে কোরবানির পশুর হাটের চিত্রও।

শুক্রবার (৬ জুন) সকাল থেকে গাবতলীতে ব্যাপক যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনীর সদস্যরা। রাস্তার দুই পাশ থেকে অবৈধভাবে পারাপার বন্ধ করে দেওয়া। যত্রতত্র দাঁড়াতে দেওয়া হচ্ছে না কোনো গাড়ি। গরুর ট্রাক নিয়ে যে যার মতো করে চলার সুযোগ থাকছে না।

সেনা নজরদারিতে পাল্টে গেছে গাবতলীর চিত্র, যাত্রায় স্বস্তি

এসব কারণে গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে পশুরহাট পার হয়ে গাবতলী ব্রিজ পর্যন্ত কোনো যানজট নেই।

শাহ ফতেহ আলী কাউন্টার ম্যানেজার কাজী বাবুল জাগো নিউজকে বলেন, গতকাল থেকে যেভাবে তীব্র যানজট ছিল এই এলাকায়। একটা গাড়ি গাবতলী পার হতে দু-তিন ঘণ্টা লাগতো। আজ সকালে একই চিত্র ছিল। কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী মোতায়েন করার কারণে পুরো এলাকা এখন যানজটমুক্ত।

jagonews24

রংপুরগামী যাত্রী সোলেমান বলেন, আমরা তো এরকমই পরিবেশ চাই। আসলেই এখন খুব ভালো পরিবেশ আছে। যানজট নেই, রোদের তাপ নেই, মানুষের অতটা চাপ নেই। ভালো লাগছে, আশা করি স্বস্তির যাত্রা হবে।

অন্যদিকে, জমে উঠছে গাবতলীর পশুর হাট। সেখানেই টহলে রয়েছেন সেনাসদস্যরাও। সাবির্ক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো যাতে ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক রয়েছেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।