দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান ও হটলাইন নম্বর ঘোষণা
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। জনসাধারণের জানমাল রক্ষায় এবং ঈদের ছুটিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে।
সেনাবাহিনীর বিভিন্ন ফর্মেশনের ইউনিটসমূহ ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন ও টহল জোরদার করেছে। বিশেষভাবে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা চাঁদাবাজি রোধে তৎপর রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে শহর থেকে গ্রামে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃজেলা বাস টার্মিনাল এবং সড়ক-মহাসড়কে তল্লাশি ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। টিকিট কালোবাজারি ঠেকাতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে। সন্দেহজনক কার্যকলাপ বা অপরাধসংক্রান্ত কোনো তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে, জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজতর করতে সেনাবাহিনী ঈদ উপলক্ষে দেশের প্রতিটি বিভাগের আওতাধীন জেলাগুলোর জন্য হটলাইন নম্বর হালনাগাদ করে প্রকাশ করেছে। রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে অবস্থানরত সেনা ক্যাম্পগুলোতে যোগাযোগের এই নম্বরগুলো নিরবচ্ছিন্ন সহায়তা প্রদানের লক্ষ্যে ২৪ ঘণ্টা চালু থাকবে।
হটলাইন নম্বরগুলোতে কল করে নাগরিকরা জরুরি নিরাপত্তা সহায়তা, চাঁদাবাজি, অপ্রীতিকর ঘটনা বা সন্দেহভাজন কার্যকলাপ সংক্রান্ত তথ্য সরাসরি সেনাবাহিনীকে জানাতে পারবেন।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ঈদের সময় দেশের প্রতিটি অঞ্চলে সেনা টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে জনগণ নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে।
হটলাইন নম্বরসমূহ ইতোমধ্যে সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রচার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমেও এই নম্বরগুলো প্রদর্শন করা হচ্ছে।
এমন নিরাপত্তা উদ্যোগের ফলে দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি আস্থা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।