সেনাবাহিনী প্রধানের সঙ্গে জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়

সেনাবাহিনী প্রধানের সঙ্গে জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়

সেনাবাহিনী প্রধানের সঙ্গে জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ রোববার সেনা ভবনে অনুষ্ঠিত এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), অন্যান্য পদবীর সেনাসদস্য এবং তাঁদের পরিবারবর্গের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে সেনাসদস্য ও তাঁদের পরিবারের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “সেনাবাহিনীর সদস্যরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিক সহায়তা ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই অবদানের পেছনে তাঁদের পরিবারবর্গের সহযোগিতাও অনস্বীকার্য।”

সেনাবাহিনী প্রধানের সঙ্গে জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময়

অনুষ্ঠানে উপস্থিত সেনাসদস্য ও তাঁদের পরিবারবর্গ সেনাবাহিনী প্রধান এবং তাঁর সহধর্মিণীর আন্তরিকতা ও সান্নিধ্যে আপ্লুত ও অনুপ্রাণিত হন।

তারা জানান, এই ধরনের সরাসরি শুভেচ্ছা বিনিময় তাঁদের মাঝে পারস্পরিক বন্ধন ও দায়িত্ববোধকে আরও দৃঢ় করে।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, পরিবারসমূহের অংশগ্রহণে প্রাণবন্ত ও আবেগঘন। এতে সেনাবাহিনীর ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশ নেওয়া এক জেসিও সদস্য।

পরে অতিথিদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন করা হয় এবং শিশুদের জন্য ছিল বিনোদনমূলক কিছু কার্যক্রম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *