খুলনায় যৌথ বাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ৩, অস্ত্র ও মুদ্রা উদ্ধার

খুলনায় যৌথ বাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ৩, অস্ত্র ও মুদ্রা উদ্ধার

খুলনায় যৌথ বাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ৩, অস্ত্র ও মুদ্রা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খুলনা শহরের একটি বাড়িতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক সফল যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর দুই ঘনিষ্ঠ সহযোগী।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে একটি দেশীয় তৈরি শটগান, তিন রাউন্ড তাজা গুলি, ২৫টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, একাধিক ব্ল্যাংক চেক এবং বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় সদস্য এবং অবৈধ অস্ত্র ও অর্থপাচারের সঙ্গে সরাসরি জড়িত।

বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। এই ধরনের অপরাধ নির্মূলে ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে যেকোনো সন্দেহজনক ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *