বরিশালে সেনা সদস্যদের তৎপরতায় পানিতে ডুবে যাওয়া দু’জন মোটরসাইকেল আরোহী উদ্ধার

নিউজ ডেস্ক
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভোররাতে একটি মোটরসাইকেল পানিতে পড়ে গেলে চালক ও আরোহী দু’জন বিপদের মুখে পড়েন। তবে বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও মানবিক পদক্ষেপে প্রাণে রক্ষা পেয়েছেন তারা।
রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে বরিশাল ক্যাডেট কলেজ সেনা ক্যাম্পের টহল দল দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেনা সদস্যরা পানিতে তলিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে সিপিআরসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
তবে সেখানকার চিকিৎসা অবকাঠামো প্রয়োজনীয় সেবা দিতে না পারায় আহতদের তাৎক্ষণিকভাবে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেনাবাহিনীর সদস্যরা তাদের অবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত হাসপাতালে থেকে চিকিৎসাসেবা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করেন।
পরবর্তীতে আহতদের শারীরিক অবস্থার উন্নতি হলে টহল দল ক্যাম্পে প্রত্যাবর্তন করে। বর্তমানে দু’জনই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই এ ঘটনার মাধ্যমে প্রমাণ করেছে যে, তারা শুধু সীমান্তে বা যুদ্ধকালেই নয়—শান্তিকালেও দেশের সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে সদা সচেষ্ট। জনসেবায় প্রতিনিয়ত নিয়োজিত এই বাহিনী মানুষের বিপদে পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।