ঠাকুরগাঁওয়ের সড়কের শৃঙ্খলা নিশ্চিতে সেনা তল্লাশি জোরদার

ঠাকুরগাঁওয়ের সড়কের শৃঙ্খলা নিশ্চিতে সেনা তল্লাশি জোরদার

ঠাকুরগাঁওয়ের সড়কের শৃঙ্খলা নিশ্চিতে সেনা তল্লাশি জোরদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ।
ঠাকুরগাঁওয়ের সড়কের শৃঙ্খলা নিশ্চিতে সেনা তল্লাশি জোরদার করা হয়েছে। ছবি: সময় সংবাদ

সোমবার (৯ জুন) শহরের আটগ্যালারী, বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী অভিযান চালায়। এসময় মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও অংশ নেন।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান পরিস্থিতি মোকাবিলা ও অপরাধ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর চলমান অভিযান চলছে। দিনের পাশাপাশি রাতেও শহরের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হচ্ছে।

হেলমেটবিহীন মোটরসাইকেল, কালো গ্লাস-ওয়ালা গাড়ি ও সন্দেহভাজন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বৈধ কাগজপত্র না থাকলে কিংবা অবৈধ কিছু পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে যেসব মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে। স্থানীয় পথচারীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান।

এসময় পথচারীরা জানান, ঠাকুরগাঁও শহরে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়েছে। সেনাবাহিনী- পুলিশের এমন তৎপরতা থাকলে অপরাধ কমে আসবে।

ঠাকুরগাঁও ট্রাফিক বিভাগের ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজার বলেন, সেনাবাহিনীর অভিযানে সন্দেহভাজন যানবাহন ও হেলমেটবিহীন মোটরসাইকেল থামানো হচ্ছে। যাদের লাইসেন্স নাই এবং হেলমেট ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে জরিমানা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।