নড়াইলে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫

নড়াইলে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫

নড়াইলে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনির ডাকাতসহ গ্রেফতার ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে মাগুরার শীর্ষ সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত (৪৮)-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুরে নড়াইল সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প।

গ্রেফতারকৃতরা হলেন মাগুরা সদরের রেরইল পলিতা গ্রামের নুরুল ইসলাম মাষ্টারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত, খায়রুল ইসলামের ছেলে রিপন মাহমুদ (৩৬), কিব্রাজ মোল্যার ছেলে শাহারিয়া ইসলাম জয় (১৯), বাটাজোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪৮) ও নুরুল মোল্যার ছেলে তকুব্বার মোল্যা (৪০)।
 
সূত্র জানায়, সোমবার সকালে মাগুরা থেকে মনির ডাকাত ও তার সহযোগীরা নড়াইল সদর এলাকায় প্রবেশ করলে সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। পরে দুপুরে সদর হাসপাতাল এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
 
এসময় মনির ডাকাতের দেহ তল্লাশি করে একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়। মনির ডাকাতের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ অন্তত দেড় ডজন স্পর্শকাতর মামলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হলেও সে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।
 
বিকেলে মনির ডাকাতসহ গ্রেফতার পাঁচজনকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ‘সময় সংবাদ’কে বলেন, ‘মাগুরায় ডাকাতিসহ একাধিক মামলার আসামি মনিরসহ পাঁচজনকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *