বিদেশি প্রমাণিত হলেই ‘পুশ ইন’ করা যাবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

বিদেশি প্রমাণিত হলেই ‘পুশ ইন’ করা যাবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী

বিদেশি প্রমাণিত হলেই ‘পুশ ইন’ করা যাবে বাংলাদেশে: আসামের মুখ্যমন্ত্রী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এখন থেকে রাজ্যে কেউ বিদেশি হিসেবে শনাক্ত হলেই বাংলাদেশে ‘পুশ ইন’ করা যাবে— এমন ঘোষণা দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্ষেত্রে কোনও আইনি প্রক্রিয়ারও প্রয়োজন হবে না বলে জানিয়েছেন তিনি। খবর, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সোমবার (৯ জুন) রাজ্য বিধানসভায় এমন ঘোষণা দেন তিনি।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী ২০২৪ সালের অক্টোবরে ভারতের সুপ্রিম কোর্টের দেয়া একটি রায়ের বিষয় উত্থাপন করেন, যেখানে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রায় দেন যে ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে এসেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। ওই সময় আদালত আরও রায় দেন, ১৯৭১ সালের ২৪ মার্চের পর যারা আসামে প্রবেশ করেছেন তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। তাদের অবশ্যই নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে পাওয়া যাবে, তাকেই বাংলাদেশে পুশ ইন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। রাজ্যের জেলা কালেক্টররা এটি করতে পারবেন। এ ক্ষেত্রে ১৯৫০ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, শর্মার বক্তব্যের ফলে বিধানসভায় তীব্র হট্টগোল শুরু হয়, বিরোধী দলের বিধায়করা এই পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।