সাতক্ষীরায় সেনা অভিযানে শীর্ষ চাঁদাবাজ আটক

সাতক্ষীরায় সেনা অভিযানে শীর্ষ চাঁদাবাজ আটক

সাতক্ষীরায় সেনা অভিযানে শীর্ষ চাঁদাবাজ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ চাঁদাবাজ ও একাধিক মামলার আসামি মহাসিনকে (৩৫) দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনির কর্মরত ক্যাম্প কমান্ডার লে. আসেফ আহসান চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে শ্রীউলা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ব্যবহৃত মোবাইল ফোন ছাড়াও ১৩টি বিভিন্ন কোম্পানির সিম, ১টি স্মার্ট ফোন, ১টি ফয়েল পেপার, ২টি গ্যাস লাইট, ১টি টর্চ লাইট, ১টি হাসু দা, ১টি শাবল ও ১টি খুনতিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


আটক আসামিকে মঙ্গলবার (১০ জুন) দুপুরে আশাশুনি  থানায় হস্তান্তর করা হয়েছে।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *