যশোরে সেনা অভিযান, বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ

যশোরে সেনা অভিযান, বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ

যশোরে সেনা অভিযান, বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ভারতীয় পণ্য জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল সংখ্যক প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।

এসময় জড়িত তিন চোরাকারবারিকে আটক করা হয়। বুধবার (১১ জুন) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন যশোর সেনানিবাসের অস্থায়ী পুলেরহাট ক্যাম্পের সেনা কমান্ডার।

আটক তিন চোরাকারবারিরা হলেন, যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী লোকাল বেতনা এক্সপ্রেসে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় সাবান, সেম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বলসহ নানা সামগ্রী আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর পুলেরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল রেলস্টেশনে অবস্থান নেয়।

এরপর সন্ধ্যায় ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছালে তল্লাশি চালিয়ে তিন চোরাকারবারী আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ট্রেনের বিভিন্ন বগি থেকে বিপুল সংখ্যক চোরাচালানি পণ্য জব্দ করা হয়। চোরাকারবারিদের ও জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি থানাতে হস্তান্তর করা করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এখনও চোরাকারবারীদের থানাতে আনা হয়নি। পরে বিস্তারিত জানাতে পারব।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।