যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয়কে ধরে বাঁধা হলো হাত-পা!
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার ভিডিও কয়েক মাস আগেই চাঞ্চল্য ছড়িয়ে ছিল। অবৈধ অভিবাসীদের এভাবেই দেশে ফেরত পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার এক ভারতীয় শিক্ষার্থীকে নিয়ে একই ধরনের এক ঘটনা সামনে এলো।
যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করবে- এমন স্বপ্ন ছিল ওই শিক্ষার্থীর। কিন্তু অধরাই থেকে গেল তার সেই স্বপ্ন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, নিউজার্সিতে বিমানবন্দরে এক ভারতীয় ছাত্রের সঙ্গে ‘অমানবিক আচরণের’ অভিযোগ উঠেছে। ঘটনাটি ৭ জুনের। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ওই বিমানবন্দরের পুলিশকর্মী ও নিরাপত্তারক্ষীরা ভারতীয় ছাত্রকে হাতকড়া পরিয়ে তাকে ‘হেনস্থা’ করে। এমনকি তাকে ফ্লোরে ফেলে দেয়া হয়।
বিমানবন্দরে ঘটে যাওয়া ওই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন ইন্দো-আমেরিকান সামাজিক উদ্যোক্তা কুণাল জৈন।
ইনস্টাগ্রামে কুণাল লিখেছেন, তিনি বিমানবন্দর থেকে এক তরুণ ভারতীয় ছাত্রকে দেশে ফেরত পাঠাতে দেখেন। তার হাতে ছিল হাতকড়া। ছেলেটি এই আচরণে কেঁদে ফেলে। তার সঙ্গে ‘অপরাধীর মতো’ আচরণ করা হয়। কুণাল লেখেন, ‘একজন এনআরআই হিসেবে আমি অসহায় এবং দুঃখিত বোধ করছি’।
জানা গেছে, ওই শিক্ষার্থী মার্কিন কর্মকর্তাদের কাছে তার সফরের কারণ বলতে পারেনি। কুণাল জৈন আরও জানান, এমন অনেকে আছে যারা সকালে আসে এবং তারপর সন্ধ্যার ফ্লাইটে তাদের ‘হাত-পা বেঁধে’ ফেরত পাঠানো হয়।
কুণাল জৈন তার পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেছেন। লিখেছেন, ওই ছাত্রের তার সঙ্গে বিমানে আসার কথা ছিল, কিন্তু তাকে বিমানে উঠতে দেয়া হয়নি। কারও উচিত তার সাথে কী ঘটেছে, তা খুঁজে বের করা।
প্রেসিডেন্ট নির্বাচনের আগেই অভিবাসী বিতাড়নের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই সেই কাজে সক্রিয় হয়েছেন তিনি। এর আগেও ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। পায়ে শেকল পরানো অবস্থায় ফেরানো হয় তাদের অনেককে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।