ফটিকছড়ি থেকে আরও দুই টেলিকমকর্মী অপহরণ: ১০ দিনেও মেলেনি খোঁজ, জড়িত ইউপিডিএফ!

ফটিকছড়ি থেকে আরও দুই টেলিকমকর্মী অপহরণ: ১০ দিনেও মেলেনি খোঁজ, জড়িত ইউপিডিএফ!

ফটিকছড়ি থেকে আরও দুই টেলিকমকর্মী অপহরণ: ১০ দিনেও মেলেনি খোঁজ, জড়িত ইউপিডিএফ!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম ও পার্বত্য জেলা খাগড়াছড়িতে চারজন টেলিকমকর্মী অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। অপহরণের পেছনে চাঁদাবাজির উদ্দেশ্যে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ জড়িত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সার্বস জানায়, চট্টগ্রামের ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্ণফুলী বাজার এলাকায় একটি রবি টাওয়ার থেকে মোহাম্মদ সুমন ইসলাম (৩২) ও আব্দুর রহিম (৩৬) নামের দুই কর্মীকে ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে অপহরণ করা হয়। বিষয়টি ৬ জুন ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে জানানো হলেও এখন পর্যন্ত তাদের কোনও সন্ধান মেলেনি।

এর আগে গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইডটকো বিডি-এর আওতাধীন রবি টাওয়ার এলাকা থেকে মো. ইসমাইল মিয়া ও আরে মারমা নামের আরও দুই কর্মীকে অপহরণ করা হয়। এই ঘটনাতেও ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছে সার্বস কমিউনিকেশন। অপহরণের পরপরই টাওয়ার ব্যবস্থাপকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয় বলে জানা গেছে।

সার্বস কমিউনিকেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পরপর দুটি ঘটনায় তাদের কর্মীদের পরিবার, সহকর্মী ও সংশ্লিষ্ট টেলিকম অপারেটররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় মোবাইল নেটওয়ার্ক সেবার আওতায় কর্মরত কয়েক হাজার টেলিকমকর্মী এখন আতঙ্কের মধ্যে কাজ করছেন।

প্রতিষ্ঠানটি বলেছে, টেলিকমকর্মীরা মূলত বিটিআরসি অনুমোদিত টাওয়ার কোম্পানি ইডটকো বিডির হয়ে মোবাইল নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ ও সেবার দায়িত্ব পালন করছেন। এসব টাওয়ার থেকে মোবাইল ভয়েস কল, ডাটা, মোবাইল ব্যাংকিংসহ গুরুত্বপূর্ণ অ্যাপভিত্তিক সরকারি-বেসরকারি সেবা পরিচালিত হয়। ফলে, তাদের নিরাপত্তা হুমকিতে পড়লে পুরো অঞ্চলের ডিজিটাল যোগাযোগ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

এ অবস্থায়, অপহৃতদের দ্রুত উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে সার্বস কমিউনিকেশন লিমিটেড। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজির মাধ্যমে পরিচালিত সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।