রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলা, প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের বিক্ষোভ
 
                 
নিউজ ডেস্ক
রোহিঙ্গা গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংস করার অভিযোগে সম্প্রতি আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মিয়ানমারের বৌদ্ধ ভিক্ষুরা। গত ২৫ নভেম্বর সোমবার সকালে দেশটির রাজধানী ইয়াঙ্গুনের মহাবাদুলা পার্কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রোহিঙ্গা গণহত্যাসহ গণ নির্যাতনের অভিযোগ এনে গত ১১ নভেম্বর সোমবার মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে গাম্বিয়া। এর ফলে মিয়ানমার তার রোহিঙ্গা মুসলিম জনসংখ্যার গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তবে মামলা লড়াইয়ের ঘোষনাও দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
আইসিজেতে শুনানির প্রাক্কালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের বেসামরিক সরকার ও সামরিক বাহিনী একজোট হচ্ছে বলে জানিয়েছে একটি সূত্র। মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট গত ২৩ নভেম্বর শনিবার নেপিডোতে শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইসিজেতে মামলা নিয়ে আলোচনা করেছেন। এর আগে ২২ নভেম্বর শুক্রবার অন্য একটি অনুষ্ঠানে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন দাবি করেন, মামলার বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করছেন তারা। রোহিঙ্গা সংকটের শুরুটা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কারণে হয়নি দাবি করে তিনি বলেন, তারা (রোহিঙ্গারা) রাখাইনের বাসিন্দা নয়।
প্রসঙ্গত, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে আলোচিত ও বর্বরোচিত রোহিঙ্গা গণহত্যাসহ গণ নির্যাতনের অভিযোগ এনে গত ১১ নভেম্বর সোমবার মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করেছে গাম্বিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়েরকৃত এটিই মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার কোন প্রথম মামলা। আর এতে সর্বপ্রথম নিজেদের সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে কানাডা।
