মামলা না নেওয়ায় রাঙ্গামাটির কোতয়ালী থানার ওসিকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ - Southeast Asia Journal

মামলা না নেওয়ায় রাঙ্গামাটির কোতয়ালী থানার ওসিকে স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এর নামে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে তার বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে মুছা মাতব্বর রাঙ্গামাটির কোতয়ালী থানায় মামলা করতে গেলে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি মামলা না নিয়ে অভিযোগটি জিডি আকারে নিয়ে মামলার নথি প্রেরণ করেন এবং আদালতের নিকট মামলার তদন্তের অনুমতি প্রার্থনা করেন। আদালত নথি পর্যালোচনা করে বাদীর অভিযোগে আমল যোগ্য অপরাধের তথ্য থাকা সত্বেও তাহা আমল অযোগ্য অপরাধ হিসেবে অত্র অভিযোগটি জিডি নং ১০৬২ মুলে এন্ট্রি করার কারণে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনিকে স্ব-শরীরে উপস্থিত হয়ে বাদীর এজহারে আমল যোগ্য অপরাধের উপাদান থাকা সত্বেও কেন তাহা জিডি আকারে গ্রহণ করা হলো, তা লিখিতভাবে ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান এবং একই সাথে বাদী মুছা মাতব্বরকেও একই দিন (আগামী ১৮ ডিসেম্বর) আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। ২৫ নভেম্বর সোমবার রাঙ্গামাটির চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এ আদেশ দেন।

প্রসঙ্গত: গত ১৯ নভেম্বর রাত ১২টার দিকে MD Saymon এবং JF Anwar chinu আইডি থেকে একটি ভিডিও শেয়ার করা হয়, যাতে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরকে ঘিরে আপত্তিকর কথা বার্তা বলতে শোনা যায়। এরপর মুছা মাতব্বর কোতয়ালী থানায় এ ঘটনায় মুছা মাতব্বর রাঙ্গামাটির বাসিন্দা ও সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা বেগম চিনুকে দায়ী করে ২১/১১/২০১৯ইং তারিখ মামলা করেন যার নম্বর ১০৬২। কিন্তু কোতয়ালী থানা এটিকে শুধুমাত্র জিডি হিসেবে গ্রহণ করে আদালতে পাঠায়।