পাহাড়ে একের পর এক অপহরণ, উদ্বেগ জানিয়ে দোষীদের শাস্তির দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের

পাহাড়ে একের পর এক অপহরণ, উদ্বেগ জানিয়ে দোষীদের শাস্তির দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের

পাহাড়ে একের পর এক অপহরণ, উদ্বেগ জানিয়ে দোষীদের শাস্তির দাবি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান ও খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী ও মোবাইল নেটওয়ার্ককর্মীদের একের পর এক অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অপহৃতদের মুক্তি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গাজী ইমরান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ১৬ জুন রাতে বান্দরবান জেলা সদরের ফোর স্টার মার্কেটের ব্যবসায়ী ও যুবদল নেতা মো. ফয়সাল হোসেনকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের আগে রাত ৯টার দিকে দোকানের এক কর্মচারীর কাছে পাঠানো মোবাইল বার্তায় ফয়সাল জানান, পাঁচজন পাহাড়ি যুবক তাকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি নিখোঁজ রয়েছেন।

এছাড়া ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী বাজার এলাকার একটি রবি টাওয়ার থেকে নিখোঁজ হন মোহাম্মদ সুমন ইসলাম (৩২) ও আব্দুর রহিম (৩৬) নামে দুই নেটওয়ার্ক কর্মী। এর আগে, ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ির আরেকটি রবি টাওয়ার থেকে অপহৃত হন মো. ইসমাইল মিয়া ও আব্রে মারমা। এখনো তাদের কোনো খোঁজ মেলেনি।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের ভাষ্যমতে, এভাবে একের পর এক অপহরণের ঘটনায় সাধারণ মানুষ, বিশেষ করে মোবাইল নেটওয়ার্কে কর্মরতরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভুক্তভোগী পরিবার ও সহকর্মীদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

বিবৃতিতে বলা হয়, “দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসীরা পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি, অস্ত্রবাজি, খুন ও অপহরণের মাধ্যমে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন করে আসছে, যা শুধু পার্বত্য নয়, গোটা দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।”

ছাত্রসংগঠনের তিন দফা দাবি:
১. অপহৃত মো. ফয়সাল হোসেনসহ সব নিখোঁজ নেটওয়ার্ক কর্মীদের অবিলম্বে সুস্থ অবস্থায় মুক্তি দিতে হবে।
২. অপহরণের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. পার্বত্য চট্টগ্রামে কর্মরত সব নাগরিক ও পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এই দাবি বাস্তবায়নে সংগঠনটি প্রশাসন, রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকা কামনা করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।