খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশ-ইন করল বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলার তানাক্কাপাড়া সীমান্তবর্তী দিয়ে তাদের পুশ-ইন করা হয়। বর্তমানে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে একটি স্কুলে অবস্থান করছে।

প্রাথমিকভাবে ১২ জন নড়াইল ও একজন যশোরের বাসিন্দা বলে জানা গেছে।

মাটিরাঙ্গা তবলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ওসমান আলী বলেন, পুশ-ইন হওয়ারা ভারতের মহারাষ্ট্রে ইটভাটায় ও রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন। তাদের কেউ ২০ বছর কেউবা ৯ বছর আগে ভারতে যান।

উল্লেখ্য, এ নিয়ে খাগড়াছড়িতে এখন পর্যন্ত ১৪৫ জনকে পুশ-ইন করেছে ভারত। নতুন পুশ-ইন হওয়া ১৩ জন ছাড়া বাকি সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৭ মে মাটিরাঙ্গা ও পানছড়ির তিনটি পয়েন্ট দিয়ে প্রথম পুশ-ইন করা হয়। সবশেষ বৃহস্পতিবার মাটিরাঙ্গার তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।